পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গাজীপুর শিল্পনগরীর টঙ্গীতে ব্যাঙের ছাতার মতো স্থাপন করা হচ্ছে ইটিপিবিহীন কারখানা। এসব কারখানার তরল বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। আর এসব কারণে একদিকে যেমন বিষাক্ত হচ্ছে পরিবেশ অন্যদিকে নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
শিল্পনগরী টঙ্গীর বিসিকের বিভিন্ন এলাকায় এসব ডাইং ও ওয়াশিং কারখানার বেশিরভাগেরই পরিবেশ ছাড়পত্র নেই। একটি-দুটি কক্ষ ভাড়া নিয়ে মেশিন বসিয়ে অবৈধভাবে স্থাপন করা হয়েছে এসব কারখানা।
আবার এসব কারখানার বেশিরভাগেরই ইটিপি নেই। আর যেসব কারখানায় আছে সেগুলোতে রয়েছে শুভঙ্করের ফাঁকি।
অপরিকল্পিত এসব কারখানার রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে তুরাগ নদীর পানি। এসব পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।
এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছে, এসব সীমাবদ্ধতা খুব দ্রুত কাটানোর চেষ্টা চলছে।
আরকে/ এমকে